শীর্ষ খবর

বিএনপির সংসদ সদস্য হারুনসহ ৩ জনের কারাদণ্ড

বিলাসবহুল গাড়ি এনে কর ফাঁকি দেওয়ার মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
harun.jpg
হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

বিলাসবহুল গাড়ি এনে কর ফাঁকি দেওয়ার মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই মামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পিকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং স্কাই অটোসের মালিক ইশতিয়াক সাদেককে তিন বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ। বাকিরা পলাতক রয়েছেন।

পলাতকদের শাস্তি তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত।

উল্লেখ্য, শুল্ক মুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় মামলা করা হয়েছিলো।

Comments

The Daily Star  | English
Awami League didn't nominate anyone in 2 seats

Seat-sharing for JS polls: AL keeps its allies hanging

A crucial meeting between the Awami League and its 14-party allies ended last night without any concrete decisions on seat sharing.

9h ago