সমস্যা সমাধানে সৌরভকে এগিয়ে আসার অনুরোধ বিসিসিআই কর্মকর্তার

কদিন পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অনেকাংশেই জড়িয়ে আছেন ভারতের সাবেক এ অধিনায়ক। খেলাকালীন সময়ে বহুবার এ দেশে সফর করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও তার সম্পর্ক ভালো। তাই বাংলাদেশের ক্রিকেটারদের বর্তমান সমস্যা সমাধানে সৌরভ এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বিসিসিআইয়ের একজন কর্মকর্তা। এমন সংবাদই প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তানটাইমস।
ছবি: সংগ্রহীত

কদিন পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে অনেকাংশেই জড়িয়ে আছেন ভারতের সাবেক এ অধিনায়ক। খেলাকালীন সময়ে বহুবার এ দেশে সফর করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও তার সম্পর্ক ভালো। তাই বাংলাদেশের ক্রিকেটারদের বর্তমান সমস্যা সমাধানে সৌরভ এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বিসিসিআইয়ের একজন কর্মকর্তা। এমন সংবাদই প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তানটাইমস।

আগামী মাসেই প্রথমবারের মতো পুর্নাঙ্গ সফর করতে ভারত যাওয়ার কথা বাংলাদেশ দলের। তিনটি টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এ সফরে। একটি টেস্ট হবে কলকাতায়। যে ম্যাচটি দেখতে বাংলাদেশ থেকেও বহু ভক্ত সমর্থক যাবে ভারতে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেকেই ধারণা করছেন প্রেসিডেন্ট হলে বাংলাদেশ ক্রিকেটের এ সমস্যা সমাধানে এগিয়ে যাবেন সৌরভ। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, 'কলকাতায় একটি টেস্ট ম্যাচ আছে যেটার প্রতি বাংলাদেশের সমর্থক এবং স্থানীয় সমর্থকদের তুমুল আগ্রহ। অনেক সমর্থক ঢাকা থেকে কলকাতায় আসার চিন্তা ভাবনা করছে। প্রথমবারের মতো কলকাতায় দুই দেশের মধ্যে টেস্ট ম্যাচ হবে। আমার বিশ্বাস আমাদের প্রেসিডেন্ট বিষয়টি সমাধানে এগিয়ে আসবেন।'

১১ দফা দাবিতে অনির্দিষ্ট সময়ের জন্য সব ধরণের ক্রিকেট বয়কট করেছেন সাকিব আল হাসানরা। তাতে কিছুটা উদ্বিগ্ন হওয়ারই কথা বিসিসিআইয়ের। কারণ সামনেই টাইগারদের ভারত সিরিজ। কিন্তু আপাতত এসব নিয়ে ভাবছে না তারা। বিষয়টি নজরে রাখছেন। এমনকি এখনই কোন ধরণের মন্তব্য করতে রাজী নন অনেকেই। বিসিসিআইয়ের আরও একজন সিনিয়র প্রতিনিধি জানিয়েছেন, 'বিসিসিআই বিষয়টি কাছ থেকেই দেখবে এবং অপেক্ষা করবে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আভ্যন্তরীণ সমস্যা যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের কিছু বলে। তাই এখানে কোন ধরণের মন্তব্য করার প্রয়োজন নেই।'

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে সোমবার বিকেল ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে ১১ দফা দাবির কথা জানান সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ দেশের প্রায় সকল খেলোয়াড়রা। ১০ জন খেলোয়াড় নিজেদের দাবি তুলে ধরলেও উপস্থিত ছিলেন প্রায় ৭০ জনের মতো ক্রিকেটার। বেতন ভাতা বৃদ্ধিসহ নানা ধরণের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তুলেছেন তারা। শুধু নিজেদের জন্য নয়, তাদের দাবীতে রয়েছে মাঠকর্মী, আম্পায়ার হতে শুরু করে ফিজিও ও ট্রেইনারদের বেতন বাড়ানোরও। আর ক্রিকেটারদের এমন ধর্মঘটে শঙ্কায় পড়েছে ভারত সিরিজ।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago