‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’র সমাবেশ ঘিরে ভোলায় উত্তেজনা, নিরাপত্তা জোরদার
ভোলায় সব ধরণের সমাবেশ ও বৈঠক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’ ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে গোটা জেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোলা থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি না পাওয়ার পরও গতরাতে ভোলা সদরসহ ১০টি উপজেলায় আজ (২২ অক্টোবর) বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’।
এতে সম্ভাব্য সমাবেশস্থলে বহু সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুক মেসেঞ্জারে বিদ্বেষমূলক কথোপকথনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে পুলিশ উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালালে অন্তত চারজন নিহত এবং শতাধিক আহত হন।
এ ঘটনার পর গতকাল ভোলা জেলায় সব ধরণের সমাবেশ ও বৈঠক নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।
তা সত্ত্বেও গতকাল প্রশাসনের কাছে ভোলায় বিক্ষোভ সমাবেশ করার অনুমতি চায় ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’। পরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে ছয় দফা দাবি ও আগামী তিনদিনের কর্মসূচি ঘোষণা করে তারা।
আরও পড়ুন:
‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’র ৬ দফা দাবি
Comments