সৌরভ গাঙ্গুলির বিশ্বাস ঠিকই ভারত সফরে যাবে বাংলাদেশ

Sourav Ganguly And BCB
ছবি: এএফপি

১১ দফা দাবিতে বাংলাদেশের  জাতীয় ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ভারত সফর। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া সৌরভ গাঙ্গুলির বিশ্বাস, সমস্যার দ্রুত সমাধান করে ভারত সফরে ঠিকই যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার পর স্বাভাবিক কারণে খবরটি আলোচনায় এসেছে ভারতীয় গণমাধ্যমে। ক’দিন পরই বাংলাদেশের ভারত সফর নিয়ে এর মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কলকাতায় হতে যাওয়া বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট নিয়ে আলাদা বিশেষ আয়োজন করতে যাচ্ছেন সৌরভ।

ঐতিহাসিক তকমা দিয়ে সেই টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই অবস্থায় বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘট সব আয়োজনকেই ভেস্তে দিতে পারে।

মঙ্গলবার সকালে কলকাতায় সাংবাদিকদের সৌরভ জানান সমাধান হয়ে যাবে সব, তার বিশ্বাস সফরটা করবে বাংলাদেশ, ‘এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারা এটার সমাধান করবে। তারা আসবে।(ভারত সফর)’

বিসিবি প্রধান নাজমুল হাসানের সঙ্গে তার নিয়মিত  যোগাযোগ হচ্ছে জানিয়ে সৌরভ অবশ্য ইঙ্গিত দিয়েছেন ধর্মঘট সুরাহায় তার ভূমিকা রাখার পথ নেই,  ‘আমরা রোজই কথা বলছি। কিন্তু এটা (ধর্মঘট ইস্যু নিয়ে কথা বলা) আমার কাজ না।’

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago