কোন সুরাহা না দিয়ে ষড়যন্ত্র দেখছেন বিসিবি প্রধান

nazmul hasan
ফাইল ছবি
১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে ষড়যন্ত্র দেখছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। এই ষড়যন্ত্রে দুএকজন ক্রিকেটারও যুক্ত থাকতে পারেন বলে মনে করেন তিনি। তবে ক্রিকেটারদের কোন দাবিই স্পষ্ট করে মানার কথা বলেননি তিনি। উলটো দোষারূপ করেছেন ক্রিকেটারদের এই পদক্ষেপের। 
 
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান বলেন, 'দাবি ওরা জানাতেই পারে। খুবই ন্যাচারাল। কিন্তু সেটির জন্য তারা স্ট্রাইকে গেছে, এটা এক্সট্রিমলি শকিং। আমার বিশ্বাসই হচ্ছে না, আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন কিছু হতে পারে।'
 
বোর্ড প্রধান ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়া আসলে ষড়যন্ত্রের অংশ এবং খুব দ্রুতই পেছনের কুশীলবদের নাম প্রকাশ করা হবে,  ‘এটা একটা ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ওরা এখন চায় ভারত সফরে যদি না যায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এটা ষড়যন্ত্রের অংশ। কিছুদিনের জন্য সময় চাচ্ছি। সবকিছু প্রকাশ করা হবে।’

তাদের কাছে গেলে ক্রিকেটারদের সব দাবিই তারা মেনে নিতেন বলে জানান বিসিবি প্রধান, কিন্তু নির্দিষ্ট করে কোন দাবিই মেনে নেওয়ার কথাও স্পষ্ট করেননি তিনি,  ‘আমরা তো মেনে (দাবি) নিতে প্রস্তুত। এ বিষয়গুলো বলল না কেন। বললে তো আমরা মেনে নেব, তাই।’

সংবাদকর্মীদের একের পর এক প্রশ্নের মুখে নাজমুল হাসান বলেন, ‘আপনারা যে কোত্থেকে কই চলে যান আমি বুঝি না।’

'ওদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমার চেয়ে বেশি মনে হয় না কেউ যোগাযোগ রাখে। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে সবকিছুতে কথা হয়। আমি তো বহুদূর, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও ওদের অ্যাকসেস আছে। বলার কিছু থাকলে ওরা বলতে পারত।'

স্পষ্ট কোন ঘোষণা না আসলে ক্রিকেটাররা যদি ধর্মঘট থেকে সরে না আসেন তবে চলমান জাতীয় লিগ বা ভারত সফরের কি হবে প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, 'না আসলে যাবে না, খেলা হবে না। আমাদের কি করার আছে।'

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

10h ago