কোন সুরাহা না দিয়ে ষড়যন্ত্র দেখছেন বিসিবি প্রধান
তাদের কাছে গেলে ক্রিকেটারদের সব দাবিই তারা মেনে নিতেন বলে জানান বিসিবি প্রধান, কিন্তু নির্দিষ্ট করে কোন দাবিই মেনে নেওয়ার কথাও স্পষ্ট করেননি তিনি, ‘আমরা তো মেনে (দাবি) নিতে প্রস্তুত। এ বিষয়গুলো বলল না কেন। বললে তো আমরা মেনে নেব, তাই।’
সংবাদকর্মীদের একের পর এক প্রশ্নের মুখে নাজমুল হাসান বলেন, ‘আপনারা যে কোত্থেকে কই চলে যান আমি বুঝি না।’
'ওদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমার চেয়ে বেশি মনে হয় না কেউ যোগাযোগ রাখে। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে সবকিছুতে কথা হয়। আমি তো বহুদূর, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও ওদের অ্যাকসেস আছে। বলার কিছু থাকলে ওরা বলতে পারত।'
স্পষ্ট কোন ঘোষণা না আসলে ক্রিকেটাররা যদি ধর্মঘট থেকে সরে না আসেন তবে চলমান জাতীয় লিগ বা ভারত সফরের কি হবে প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, 'না আসলে যাবে না, খেলা হবে না। আমাদের কি করার আছে।'
Comments