ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মূল নেতৃত্বের আদর্শ বিচ্যুতির অভিযোগ তুলে দলটির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস দল ছেড়েছেন। আজ মঙ্গলবার দলের নেতৃত্বের কাছে চিঠি দিয়ে তিনি তার প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছেন।
ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ এই নেতা দল ছাড়ার জন্য পার্টি ও শীর্ষ নেতাদের মার্কসবাদ-লেনিনবাদের মূল আদর্শ থেকে সরে আসা, আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত সম্পর্ককে এমপি-মন্ত্রী হবার জন্য ব্যবহারসহ বেশ কিছু অভিযোগের কথা জানিয়েছেন। এ কারণে এর আগেও ২০১৭ ও চলতি বছরের ২৬ এপ্রিল তিনি দলের পলিটব্যুরোর সভায় অব্যাহতি চেয়েছিলেন বলে উল্লেখ করেছেন।
দল থেকে সরে যাওয়ার কথা জানিয়ে লিখিত বিবৃতিতে তিনি বলেন, পার্টির সভাপতির সঙ্গে বিভিন্ন সময়ের আলোচনায় বলার চেষ্টা করেছি আমার পক্ষে ওয়ার্কার্স পার্টি করা সম্ভব না। পার্টির সভাপতি বলেছেন আমি নাকি একথা বুঝিয়ে বলতে পারিনি।
দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কয়েকটি মৌলিক তফাতের কথা বলে তিনি অভিযোগ করেন, মার্ক্সবাদ-লেনিনবাদ আদর্শের কথা বলে কাজগুলি করেন আদর্শের বিরুদ্ধে। নীতি এবং কৌশল সেখানেও কৌশলের নামে নীতিকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। আওয়ামীলীগের সাথে কৌশলগত যে ঐক্য তাকে কাজে লাগানো হয়েছে এমপি ও মন্ত্রী হবার জন্য।
তার ভাষায়, ‘বুর্জোয়া লেজুড়বৃতিত্তির’ এই ঐক্য প্রক্রিয়া লুটেরা ধনিক শ্রেণিকে শক্তিশালী করার কৌশল। এছাড়া দলের গঠনতন্ত্রে বর্ণিত সদস্য পদের ধারাগুলিকে পদদলিত করে এবার ঢাকা, বরিশাল, রাজশাহী জেলাসহ বিভিন্ন জায়গায় সদস্য বৃদ্ধির নামে যাকে তাকে সদস্য পদ দিয়ে পার্টির শক্তি বৃদ্ধি দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।
এই অবস্থায় ওয়ার্কার্স পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণার কথা জানিয়ে বলেছেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার।
Comments