কাউসারকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদ থেকে অব্যাহতি

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (২৩ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত বিভাগের তৈরিকৃত তালিকায় দেখা গেছে, রাজধানীর ‘মতিঝিল ক্লাবপাড়া এলাকায়’ ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের দ্বারা ছয়টি অবৈধ ক্যাসিনো ব্যবসা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে আসছিলো।
তালিকা অনুসারে, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালাতেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার।
Comments