আনুষ্ঠানিকভাবে বিসিসিআই সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সৌরভ

sourav ganguly
ছবি: বিসিসিআই

সব আয়োজন সম্পন্ন ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই প্রতীক্ষারও অবসান ঘটল। ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সৌরভ গাঙ্গুলি।

বুধবার (২৩ অক্টোবর) সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে সাবেক তারকা ক্রিকেটার সৌরভকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৯তম সভাপতি তিনি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই পদে বসলেন কলকাতার মহারাজা।

বাঙালি হিসেবে সৌরভই প্রথম এই দায়িত্ব গ্রহণ করলেন। বিসিসিআই প্রধান হওয়ার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ৪৭ বছর বয়সী সাবেক বাঁহাতি ব্যাটসম্যান।

সিএবিতে পাঁচ বছর কাজ করেন সৌরভ। এবারে নিলেন বিসিসিআই প্রধানের দায়িত্ব। তবে লোঢা সংস্কারের কারণে এই পদে দশ মাসের বেশি থাকতে পারবেন না তিনি।

সৌরভ ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন। তার অধিনায়কত্বে খেলার ধরন বদলে দাপট দেখাতে শুরু করে ভারতীয় ক্রিকেট দল। অবসরের পর বাঙালি এই ক্রিকেটার সংগঠকের ভূমিকায় আসেন। সেখানে লাভ করেন দারুণ সাফল্য।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

29m ago