চূড়ান্ত হলো মৌসুমের প্রথম এল ক্লাসিকোর সূচি
স্প্যানিশ লা লিগার চলমান ২০১৯-২০ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর সূচি চূড়ান্ত হয়েছে। পরিবর্তিত সূচিতে আগামী ১৮ ডিসেম্বর ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা মোকাবিলা করবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের।
বার্সা ও রিয়ালের অনুরোধের প্রেক্ষিতে বুধবার (২৩ অক্টোবর) এই সূচি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। আগের সূচিতে, আগামী ২৬ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সা-রিয়ালের।
এক বিবৃতিতে আরএফইফ জানিয়েছে, ‘সাম্প্রতিক দিনগুলোতে দুই ক্লাবের প্রস্তাবগুলো পর্যালোচনার পর কম্পিটিশন কমিটি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে। স্থগিত হওয়া ম্যাচটি খেলার জন্য ১৮ ডিসেম্বর দিনটিকে বেছে নিতে তারা (বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ) সম্মত হয়েছে।’
কয়েক দিন আগে কাতালুনিয়ার নয়জন শীর্ষস্থানীয় স্বাধীনতাকামী রাজনৈতিক নেতাকে নয় থেকে তেরো বছর মেয়াদে কারাদণ্ড দেন স্পেনের আদালত। এর প্রেক্ষিতে সেখানে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তাল পরিস্থিতির কারণে তাই এল ক্লাসিকোর সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে আরএফইএফ'র কাছে সূচি ঠিক রেখে এল ক্লাসিকোর ভেন্যু অদল-বদল করার আবেদন জানিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ। তবে সে প্রস্তাবে রাজি ছিল না রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার কেউই।
Comments