ভোলায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় মামলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুকে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর ও একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।
গত ২০ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় এই মামলায় ৪০০-৫০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
গতরাতে স্থানীয় একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সত্য প্রসাদ দাস (৭৮) বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় এই মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক মামলার কথা নিশ্চিত করে জানান, মামলার বাদীর ওপরও সেদিন হামলা চালানো হয়েছিল। ভাঙচুর চালানো হয় তার বাড়িতেও।
পুলিশের সঙ্গে সেদিনের সংঘর্ষের পর মিছিল করে একদল উন্মত্ত ব্যক্তি হিন্দু অধ্যুষিত এলাকায় প্রবেশ করে একটি মন্দিরসহ ১২টি বাড়িতে ভাঙচুর চালায় ও একটি দোকানে অগ্নিসংযোগ করে।
ওসি এনামুল বলেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Comments