অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ‘চায়না হার্ভার্ডে’র শীর্ষ উপদেষ্টা
চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্য যুদ্ধের’ খবর সবারই জানা। কিন্তু, দেশ দুটির এই রেষারেষির মধ্যেও দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে রয়েছে বেশ সৌহার্দপূর্ণ সম্পর্ক।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে গতকাল (২৩ অক্টোবর) বলা হয়, চীনের সিংহুয়া ইউনিভার্সিটির বিজনেস স্কুলের উপদেষ্টা পরিষদে বিশ্বখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নারায়ণ নাদেলা এবং স্পেসএক্সের সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
সেই বিজনেস স্কুলের উপদেষ্টা পরিষদ এখন পেয়েছেন নতুন এক ব্যক্তিত্ব। তিনি হলেন বিশ্বখ্যাত স্মার্টফোন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
প্রতিবেদনে বলা হয়, ‘চীনের হার্ভার্ড’ হিসেবে খ্যাত সিংহুয়া ইউনিভার্সিটির বিজনেস স্কুলের উপদেষ্টা পরিষদ টিম কুককে পেয়েছে নতুন চেয়ারম্যান হিসেবে।
চীনের আর্থ-রাজনৈতিক প্রেক্ষাপটে সিংহুয়া ইউনিভার্সিটির গুরুত্ব অনেক। দেশটির শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে নাম। এখানে পড়াশুনা করেছেন চীনের বর্তমান রাষ্ট্রপতি শি জিনপিং।
সিংহুয়া ইউনিভার্সিটির স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট জানায়, গত ১৮ অক্টোবর টিম কুক উপদেষ্টা পরিষদের বার্ষিক সভায় সভাপতির দায়িত্ব পালন করেছেন। কুকের এই দায়িত্ব পালনকে সাধুবাদ জানিয়েছেন পরিষদের প্রতিষ্ঠাতা ও চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি। তিনি বলেন, “আশা করি, এর মাধ্যমে পরিষদ আরও ভালো কাজ করতে পারবে।”
Comments