বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে কোহলি
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারত। তিনি না থাকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বিশ্বকাপের পর খেলার বাইরে থাকা অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনী নেই এই সিরিজেও। চোট থাকায় দলে নেই জাসপ্রিত বুমরাহ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার শিভম দুবে।
এগারো দফা দাবি-দাওয়া নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ায় সিরিজটি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আগের দিন রাতে বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের আলাপে সব মিটমাট হওয়ায় সরে যায় সব শঙ্কার মেঘ। এক দিন পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিরিজের জন্য দল দিয়েছে ভারত।
টেস্ট স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টিতে বিশ্রাম নিয়েছেন কোহলি। দলে অবশ্য আছেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যানরা।
বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে টি-টোয়েন্টি দলে এসেছেন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার দুবে।
তারকা পেসার বুমরাহ না থাকলেও টি-টোয়েন্টিতে ভারতের আক্রমণ সামলাবেন খলিল আহমেদ, শার্দুল ঠাকুররা। আছেন দুই কাজিন রাহুল ও দীপক চাহার। স্পিন আক্রমণ সামলাবেন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর আর লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
আগামী ৩ নভেম্বর দিল্লিতে শুরুতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৭ নভেম্বর রাজকোটে হবে দ্বিতীয় ম্যাচ। ১০ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টির ভেন্যু নাগপুর।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম দুবে, শার্দুল ঠাকুর।
Comments