হাসিতে মাতলেন দুই প্রতিপক্ষ

২৫ অক্টোবর ২০১৯, এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলার সময় সহশিল্পীদের আড্ডায় সমিতির সভাপতি পদপ্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। ছবি: স্টার

কদিন আগেও মৌসুমীর বিপক্ষে কথা বলছেন অভিনেতা ডিপজল। আবার মৌসুমীও তার বিপক্ষে কথা বলছেন। কিন্তু, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন দেখা গেল ভিন্ন চিত্র।

আজ (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ভোটকেন্দ্রের কাছে পেতে রাখা আসনে বসে থাকা আফজাল শরীফের সঙ্গে কথা বলতে আসেন মৌসুমী।

আফজাল শরীফের সঙ্গে কথা বলার সময় পাশে বসে থাকা ডিপজল দু-একটি কথার উত্তর দিচ্ছিলেন মজা করেই। মৌসুমীও কম যান না, তিনি বললেন ডিপজল ভাইয়ের চোখ দেখলেই তো সবাই ভয় পেয়ে যায়- বলেই হেসে ওঠেন তিনি৷ এসময় হাসতে শুরু করেন ডিপজলও।

বেশ কয়েক মিনিট মৌসুমী-ডিপজল কথা বলেন, সেসময় বারবার মজার কথায় দুজনেই হেসে উঠছিলেন। বলা যায়, বরফের যে দেয়াল তৈরি হয়েছিলো এই দুজনের মধ্যে তা নির্বাচনের দিন গলে গেলো।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ সকালে শুরু হয়েছে৷ সকাল ৯টায় এফডিসিতে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যে ভোট দিয়ে গেছেন অনেক তারকা-শিল্পী।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়ছেন। তিনি হলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন।

আরও পড়ুন:

‘দালালদের চাই না’

‘ঈদ ঈদ লাগছে’, বললেন মৌসুমি

নির্বাচন দেখে মনে হচ্ছে পুলিশি ক্যাম্প: সোহেল রানা

এফডিসিতে ভোটগ্রহণ চলছে

নামে ভুল থাকায় আদালতের সমন ফিরিয়ে দিলেন ইলিয়াস কাঞ্চন

ভোটের আগের দিন মৌসুমীর ইশতেহার ঘোষণা

‘মৌসুমীকে জয়ী করলে প্যানেলের সবাই পদত্যাগ করবো’

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago