প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত সাকিব

বোর্ড প্রধানের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট উঠিয়ে নিয়ে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম দিনের অনুশীলনে থেকে গেল কিছুটা কমতি, আসেননি টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
Daniel Vettori
লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে কাজ করছেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি। ছবি: ফিরোজ আহমেদ

বোর্ড প্রধানের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট উঠিয়ে নিয়ে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম দিনের অনুশীলনে থেকে গেল কিছুটা কমতি, আসেননি টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব কেন অনুশীলনে আসেননি- এমন প্রশ্ন রাখা হয় বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কাছে। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

দেশের ক্রিকেট অঙ্গনে গেল কয়েক দিন ছিল টানটান উত্তেজনা। তার অবসান হয়েছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দুদিন আগে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার কথা জানান। সেসময় সাকিবও জানান, বোর্ডের আশ্বাসে তারা সন্তুষ্ট।

অচলাবস্থা কেটে যাওয়ায় শুক্রবার (২৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে চার দিনের প্রস্তুতি ক্যাম্প। প্রথম দুদিন স্কিল ট্রেনিংয়ের পর বাকি দুদিনে নিজেদের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারতীয়দের মোকাবেলার জন্য প্রস্তুত হবেন ক্রিকেটাররা।

কিন্তু প্রথম দিনের অনুশীলনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অনুপস্থিত। আর মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে গেছেন পিঠের চোটের কারণে। তাদেরকে ছাড়া শুরুতে মাঠে অনুশীলন করেছেন টি-টোয়েন্টি সিরিজের জন্য ডাক পাওয়া বাকি ১৩ ক্রিকেটার, খেলেছেন ফুটবলও। পরে ইনডোরে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন তারা।

এদিন বেলা ৩টা থেকে শুরু হয়েছে অনুশীলন। ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন ছুটি কাটিয়ে আসা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। তাদের পাশাপাশি স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিকেও প্রথমবারের মতো কাছে পেয়েছেন খেলোয়াড়রা। সকালেই ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

সবার আগে মাঠে এসেছেন মুশফিকুর রহিম। বেলা ৩টা থেকে মূল অনুশীলন শুরু হলেও তিনি পৌঁছে যান দুপুর ২টায়। এরপর শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে আধা ঘণ্টা ব্যাটিং করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আগামী ৩০ অক্টোবর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ তি-টোয়েন্টি দল। তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩ নভেম্বর। এরপর ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ওই সিরিজের জন্য টেস্ট দল এখনও ঘোষণা করা হয়নি।

ভারত সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

38m ago