দৌলতদিয়ার ৬ ঘাটের ৩টিই নদীগর্ভে বিলীন, ফেরি চলাচল ব্যাহত

Doulatdia ferryghat
২৬ অক্টোবর ২০১৯, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জিও ব্যাগ দিয়ে নদীভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তের ছয়টির মধ্যে তিনটি ঘাটই নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ফেরিতে লোড-আনলোডের জন্য পন্টুন সংকট দেখা দিয়েছে। কমে গেছে ফেরি চলাচলের সংখ্যা। উভয় ঘাটে আটকা পড়েছে ৬ শতাধিক গাড়ি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-সহকারী প্রকৌশলী মকবুল হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের দৌলতদিয়া প্রান্তের ফেরিঘাট এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে।

গত ২৪ অক্টোবর ৩নং ফেরি ঘাট এলাকায় ভাঙন রোধে নদীর পাড়ে ফেলা জিও ব্যাগসহ বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। ৩নং ফেরি ঘাটটি বন্ধ রাখা হয়েছে। এ ঘাটটি সচল করতে কাজ চলছে।

এছাড়া, গত ২ অক্টোবর থেকে ১ ও ২ নং ফেরি ঘাট ও আশপাশের এলাকা নদীতে চলে যাওয়ার পর থেকেই ওই ঘাট দুটি বন্ধ রয়েছে। ফলে দৌলতদিয়ার ছয়টি ঘাটের মধ্যে তিনটি ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি লোড-আনলোড করছে। এভাবে নদী ভাঙন অব্যাহত থাকলে দৌলতদিয়ায় ঘাট রাখা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা।

এদিকে, বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, নদী ভাঙনের কারণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রান্তের ছয়টি ঘাটের মধ্যে তিনটি ঘাট চালু রয়েছে। এমতাবস্থায় ফেরি লোড-আনলোডের জন্য পন্টুন সংকট দেখা দিয়েছে। ফলে ১৬টি ফেরির মধ্যে পাঁচটি ফেরি ঘাটেই নোঙর করে রাখা হয়েছে।

যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে, যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এতে আটকা পড়ে যাচ্ছে পণ্যবাহী ট্রাকগুলো।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago