বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ আটক

arrest_3_2.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ‘সন্ত্রাসীকে’ আটক করেছে পুলিশ।

ভোররাত (২৬ অক্টোবর) তিনটায় তাকে আটক করা হয়।

ক্যাম্প পুলিশের ইনচার্জ মোবারক হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কুতুপালং চার নম্বর ক্যাম্পের রশিদ আহম্মদের ছেলে আবু আলমকে (৩০) যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।”

এ ঘটনায় ক্যাম্প পুলিশের ইনচার্জ মোবারক হোসেন বাদী হয়ে উখিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

Comments