সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির মারা গেছেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
আজ (২৭ অক্টোবর) সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হুমায়ুন কবির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) হয়ে নির্বাচনে অংশ নিয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
হুমায়ুন কবিরের স্ত্রী নায়ার কবির বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়রের দায়িত্বপালন করছেন।
নায়ার কবির জানান, হুমায়ুন কবিরকে শহরের পৈরতলা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Comments