মেসির দৃষ্টিতে সেরা ফরোয়ার্ড

ফুটবল ক্যারিয়ার এখনও শেষ হয়নি। এখনই কিংবদন্তির তালিকায় নাম উঠিয়ে ফেলেছেন লিওনেল মেসি। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে উঠছেন আরও উঁচুতে। অনেকেই তাকে ফুটবল বিশ্বের সেরা ফরোয়ার্ড এমনকি সেরা খেলোয়াড়ের তকমা দিয়ে ফেলেছেন। কিন্তু এ মহাতারকা নিজে কি ভাবছেন? তার দৃষ্টিতে ফুটবল বিশ্বের সেরা ফরোয়ার্ড কে?
lio messi
লিওনেল মেসি। ছবি: এএফপি

ফুটবল ক্যারিয়ার এখনও শেষ হয়নি। এখনই কিংবদন্তির তালিকায় নাম উঠিয়ে ফেলেছেন লিওনেল মেসি। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে উঠছেন আরও উঁচুতে। অনেকেই তাকে ফুটবল বিশ্বের সেরা ফরোয়ার্ড এমনকি সেরা খেলোয়াড়ের তকমা দিয়ে ফেলেছেন। কিন্তু এ মহাতারকা নিজে কি ভাবছেন? তার দৃষ্টিতে ফুটবল বিশ্বের সেরা ফরোয়ার্ড কে?

সম্প্রতি ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দেখা সেরা খেলোয়াড়ের নাম জানিয়েছেন মেসি। আর সে নামটি রোনাল্ডো নাজারিও। দুইবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ানই মেসির দেখা সেরা ফরোয়ার্ড, 'রোনাল্ডোই আমার দেখা আমার দেখা সেরা (ফরোয়ার্ড)।'

অথচ মেসি যখন বার্সেলোনায় তার ক্যারিয়ার শুরু করেন তখন রোনাল্ডো খেলতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়ে। যদিও কাতালান ক্লাবেও খেলেছেন এ ব্রাজিলিয়ান। কিন্তু মেসি লা মেসিয়াতে যোগ দেওয়ারও তিন বছর আগে বার্সেলোনা ছেড়ে যান রোনাল্ডো। ১৯৯৬-১৯৯৭ মৌসুমে বার্সেলোনার হয়ে খেলেন এ ব্রাজিলিয়ান। ক্যারিয়ারের সেরা সময়টা বার্সাতে থাকতেই কাটিয়েছেন তিনি। মাত্র ৩৭ ম্যাচেই গোল দিয়েছিলেন ৩৪টি। সে মৌসুমেই প্রথমবারের মতো পান ব্যালন ডি'অর।

তবে ফুটবলের সেরা ফরোয়ার্ড কে, এমন প্রশ্নে বরাবরই রয়েছে নানা বিতর্ক। যদি একাধিক কারও নাম উল্লেখ করতে বলা হয়, তাতেও এ বিতর্ক থামবে না। পুসকাস-পেলে থেকে শুরু করে হালের মেসি-রোনালদোর নামও আসবে এ তালিকায়। কিন্তু বিতর্ক যতোই হোক, এদের মধ্যে ব্রাজিলিয়ান রোনাল্ডোর নামটা নিঃসন্দেহে থাকবে শুরু দিকেই।

ব্রাজিলের জার্সিতে ৯৮ ম্যাচে ৬২টি গোল করেছেন রোনাল্ডো। জিতেছে দুইটি বিশ্বকাপ। রানার্সআপও হয় একবার তার দল। এছাড়া দুটি কোপা আমেরিকার সঙ্গে রয়েছে একটি ফিফা কনফেডারেশন কাপও। ক্লাব পর্যায়েও দারুণ সফল ছিলেন এ ব্রাজিলিয়ান।

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates of 30 out of 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

2h ago