আজিজ মোহাম্মদ ভাইর বাড়িতে ক্যাসিনো, বিপুল মদ
শিল্পপতি ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ রোববার বিকেলে গুলশান-২ নম্বর সেকশনে বিতর্কিত এই ব্যবসায়ীর বাড়িতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, অভিযানে আজিজ মোহাম্মদ ভাইর বাড়ির ভেতর ও ছাদ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক মদের বোতল, বিয়ার, গাঁজা, সিসা ও ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া গেছে।
তবে অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।
চলচ্চিত্র অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আজিজ মোহাম্মদ ভাইকে ২০১৩ সালের জুন মাসে গ্রেপ্তার করেছিল পুলিশের বিশেষ শাখা (এসবি)। দেশের সামাজি ও অর্থনৈতিক স্থিতিশীলতার হুমকি হয়ে ওঠার অভিযোগে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
Comments