ভারতে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ নিয়ে ভাবছে বিসিবি
বাংলাদেশের ভারত সফরে অন্তত একটি দিবারাত্রির টেস্ট আয়োজন করতে চায় বিসিসিআই। আর তার আমন্ত্রণও পেয়েছে বাংলাদেশ। তবে দিবারাত্রির ম্যাচ টাইগাররা খেলবে কিনা তা এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
গত সপ্তাহেই বিসিসিআইর নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সংবাদ সম্মেলনে বাংলাদেশকে গোলাপি বলে খেলার আমন্ত্রণ জানানোর কথা বলেছিলেন। এরপর আনুষ্ঠানিক আমন্ত্রণ দেওয়ার পর তা বিবেচনা করছে বিসিবি। এ প্রসঙ্গে সুজন বলেন, 'এই ধরনের একটা আলোচনা চলছে। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।'
সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বাইরে কেবল ভারত ও বাংলাদেশ এখন পর্যন্ত কোন দিবা রাত্রির টেস্ট ম্যাচ খেলেনি। যদিও এর আগেও দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে একটি দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছিল কিউই ক্রিকেট বোর্ড। কিন্তু তাতে সাড়া দেয়নি বিসিবি। ঘরোয়া ক্রিকেটে দিবা-রাত্রির প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকার কারণেই সেবার সাড়া দেয়নি তারা।
তবে এরপরও ঘরোয়া ক্রিকেটে কখনোই দিবারাত্রির টেস্ট খেলা হয়নি। ২০১২-১৩ মৌসুমের বিসিএলের ফাইনাল হয়েছিল গোলাপি বলে। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই একমাত্র দিবা-রাত্রির ম্যাচ। তাই ভারত সিরিজে গোলাপি বলে খেলা নিয়ে শঙ্কা রয়েই গেছে। তবে কোচ ও খেলোয়াড়রা রাজী হলে হয়তো অনভিজ্ঞতা নিয়েই দিবারাত্রির ম্যাচে খেলতে পারে টাইগাররা।
ভারত সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। এরপর কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে।
Comments