জি কে শামীমের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র
যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেওয়া ঠিকাদার জি কে শামীম ও তার সাত দেহরক্ষী বিরুদ্ধে হওয়া অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে র্যাব। মামলার এক মাসের মাথায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো।
আজ রোববার রাতে র্যাবের উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।
দেহরক্ষীদের সঙ্গে প্রকাশ্যে অস্ত্র নিয়ে আতঙ্ক তৈরিকারী শামীমের বিরুদ্ধে মাদক ও অর্থপাচারের দুটি মামলা করা হয়েছে। আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগে হওয়া অন্য মামলায় শামীমের সঙ্গে তার দেহরক্ষীদেরও আসামি করা হয়েছে। সবগুলো মামলাই হয়েছে রাজধানীর গুলশান থানায়।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন এলাকা থেকে শামীম ও তার দেহরক্ষীদের আটক করে র্যাব। শামীমের ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, আটটি আগ্নেয়াস্ত্র, নগদ এক কোটি ৮০ লাখ টাকা ও ১৬৫ কোটি টাকার এফডিআর ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর তার দেহরক্ষীদের নেওয়া হয় চার দিনের রিমান্ডে।
Comments