সবুজ দলের কাছেই পাত্তা পেল না সাকিবহীন বাংলাদেশ দল

ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড় ছাড়া বাকী সবাই ছিলেন জাতীয় লিগ খেলতে ব্যস্ত। প্রায় সবার ম্যাচই ছিল ঢাকার বাইরে। হুট করেই আগের দিন ডাকা হয় প্রস্তুতি ম্যাচ খেলতে। ইমরুল কায়েসের সঙ্গে ডাক পাওয়া ৯ জন খেলোয়াড় নিয়ে গঠিত হলো সবুজ দল। আর সে দলের কাছে পাত্তাই পেল না 'লাল' দলের ব্যানারে থাকা বাংলাদেশ জাতীয় দল। যদিও ম্যাচে অনুপস্থিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
ছবি: ফিরোজ আহমেদ

ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড় ছাড়া বাকী সবাই ছিলেন জাতীয় লিগ খেলতে ব্যস্ত। প্রায় সবার ম্যাচই ছিল ঢাকার বাইরে। হুট করেই আগের দিন ডাকা হয় প্রস্তুতি ম্যাচ খেলতে। ইমরুল কায়েসের সঙ্গে ডাক পাওয়া ৯ জন খেলোয়াড় নিয়ে গঠিত হলো সবুজ দল। আর সে দলের কাছে পাত্তাই পেল না 'লাল' দলের ব্যানারে থাকা বাংলাদেশ জাতীয় দল। যদিও ম্যাচে অনুপস্থিত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৪৩ রান। ওপেনার নাঈম শেখ শুরুটা ভালোই করেছিলেন। তবে কিছুটা ধীর গতিতে ব্যাট করেছেন। ৩৫ বলে করেন ২৯ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে ৩২ রান করেন ইমরুল কায়েস। তবে সবুজ দলের রানের গতিটা বাড়ান ইয়াসির আলী রাব্বি। ২১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করে রানআউট হন এ ব্যাটসম্যান।

বোলারদের মধ্যে নজর কেড়েছেন তরুণ লেগি আমিনুল ইসলাম বিপ্লব। দারুণ বোলিং করে তুলে নিয়েছেন ৩টি উইকেট। খরচেও ছিলেন বেশ হিসেবি। চার ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন এ লেগস্পিনার। এছাড়া আবু হায়দার রনিও পেয়েছেন ৩টি উইকেট। তবে বেদম পিটুনি খেয়েছেন দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমান। চার ওভারে রান দিয়েছেন ৫৫। 

জবাবে স্কোরবোর্ডে কোন রান না যোগ করতেই রানআউট হন সৌম্য সরকার। এরপর একে একে ব্যাট করতে এসে জাতীয় দলের কোন ব্যাটসম্যানই দায়িত্ব নিতে পারেননি টেলিফোন ডিজিটের মতো স্কোর করে ফিরেছেন সব ব্যাটসম্যানরা। ওপেনার লিটন কুমার দাসের পর নয় নম্বরে নাঈম হাসান ও ১০ নম্বরে নামা  দুই অঙ্কের কোটায় পৌঁছেছেন।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন নাঈম। ৩৫ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি। নাঈমের ব্যাট থেকে আসে ২১ রান। প্রায় তিন বছর পর জাতীয় দলের ব্যানারে ফিরে দারুণ বোলিং করেছেন আরাফাত সানি। ২০ রানের খরচায় তুলে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া ২টি উইকেট নেন তাইজুল ইসলাম। লম্বা সময় পর ফেরা আল-আমিন হোসেন পেয়েছেন ১টি উইকেট।

অবশ্য এদিন ম্যাচের চেয়ে বাইরের বিচ্ছিন্ন ঘটনাই ছিল মূল আলোচনায়। দর্শককে তেড়ে গিয়ে শিরোনাম হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অধিনায়ক সাকিবের না থাকা নিয়ে নানা গুঞ্জনের ডালপালা মেলেছে। মূল গুঞ্জন, শেরে বাংলায় জোর গুঞ্জন বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে তার অফিশিয়াল কার্যালয়ে গিয়েছেন তিনি। তবে বিসিবির কর্মকর্তাদের কাছে জানতে চেয়েও কোন সদুত্তর মিলেনি। এমনকি সাকিব কেন এ ম্যাচে নেই তারও উত্তর দিতে পারেননি কেউ। এর আগে ক্যাম্পের প্রথম দিনও অনুপস্থিত ছিলেন সাকিব।

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

1h ago