প্রতিপক্ষকে ঘায়েল করতে স্ত্রীকে হত্যা করে স্বামী

প্রতিপক্ষকে ঘায়েল করতে মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে হত্যা করেছে স্বামীর ভাড়া করা খুনিরা। আদালতে পাষণ্ড স্বামী আব্দুর রহমান এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
নিহত হাসিনা বেগম। ছবি: সংগৃহীত

প্রতিপক্ষকে ঘায়েল করতে মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে হত্যা করেছে স্বামীর ভাড়া করা খুনিরা। আদালতে পাষণ্ড স্বামী আব্দুর রহমান এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী চার ভাড়াটিয়া খুনির একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

তিনি জানান, ২৫ অক্টোবর সন্ধ্যার পর থেকে নিখোঁজ থাকেন ওই উপজেলার বলধরা ইউনিয়নের খৈয়ামুড়ি গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী হাসিনা বেগম (৫০)। পরদিন সকালে তার গলাকাটা লাশ বাড়ি থেকে আধাকিলোমিটার দুরের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

সেদিনই নিহত হাসিনা বেগমের ছোটভাই মেছের আলী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সিঙ্গাইর থানায় একটি মামলা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আব্দুর রহমানকে আটক করার পর তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

আজ (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. গোলাম সারোয়ারের আদালতে হাজির করলে বিদেশ ফেরত আব্দুর রহমান জানায়, খুন করে খুনের মামলায় প্রতিপক্ষকে ফাঁসিয়ে বিরোধপূর্ণ ৩০ শতাংশ জমি হাসিল করার উদ্দেশ্যে সে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। তার পরিকল্পনা অনুযায়ী সে তার এলাকার আলমগীর হোসেনের মাধ্যমে আরও তিনজনকে এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত করে। পাঁচ শতাংশ জমি লিখে দেওয়ার শর্তে চারজন এই হত্যাকাণ্ডে রাজি হয়।

স্ত্রীকে হত্যার আগে খুনিরা আব্দুর রহমানকে তার ছেলের ঘরের ৮ বছরের নাতি শাওনকে হত্যার প্রস্তাব দেয়। কিন্তু, তাদের এই প্রস্তাবে সে রাজি হয়নি। নাতি তার বংশের প্রদীপ, তাই সে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

10h ago