ছোট ভাইয়ের বিয়ে: ছুটিতে গেলেন স্টার্ক
ক্রিকেট আঙিনায় এমন নজির বিরলই বটে। ছোট ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকার জন্য ছুটি পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। দেশটির সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একজন মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য ক্ষেত্রে খেলোয়াড়রা যেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, তার ওপর জোর দিচ্ছেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার।
স্টার্কের ছুটি পাওয়ার বিষয়টি সোমবার (২৮ অক্টোবর) নিশ্চিত করেছে সিএ। ফলে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে খেলতে পারবেন না তিনি। আগামীকাল বুধবার গ্যাবায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজিদের রেকর্ড জয়ে দুর্দান্ত বোলিং করেন গতিতারকা স্টার্ক। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন তিনি।
স্টার্ক না থাকায় দ্বিতীয় টি-টোয়েন্টির অজি একাদশে দেখা যেতে পারে বিলি স্ট্যানলেক কিংবা শন অ্যাবটকে। দলে জায়গা পেতে তাদের মধ্যে লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি। কেননা ঘরোয়া ক্রিকেটে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রায় একই রকম। মার্শ-ওয়ানডে কাপে সমান ৫ ম্যাচ খেলে ৫টি করে উইকেট নিয়েছেন তারা। তবে গড় ও ইকোনমি কম হওয়ায় একাদশে ঢোকার দৌড়ে কিছুটা এগিয়ে থাকছেন অ্যাবট।
উল্লেখ্য, ২৯ বছর বয়সী স্টার্কের ছোট ভাই ব্র্যান্ডন স্টার্কও অস্ট্রেলিয়ার ক্রীড়া জগতের একজন তারকা। গেল বছর গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে হাই জাম্পে সোনা জিতেছিলেন তিনি।
Comments