দিনক্ষণ বেঁধে গণরুম সমস্যার সমাধান সম্ভব নয়: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসন সংকট নিয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, এই সংকট নিরসনে কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যে সমস্যাটি (গণরুম) সেটি দীর্ঘদিনের পুঞ্জিভূত, দিনক্ষণ বেঁধে এর সমাধান করা সম্ভব নয়।
du_vc.jpg
ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসন সংকট নিয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, এই সংকট নিরসনে কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যে সমস্যাটি (গণরুম) সেটি দীর্ঘদিনের পুঞ্জিভূত, দিনক্ষণ বেঁধে এর সমাধান করা সম্ভব নয়।

আজ (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “সদিচ্ছা নিয়ে, আন্তরিকভাবে এই বিষয়গুলো এড্রেস করতে হবে, আমরা সেদিকে হাঁটছি। অনেকগুলো বিষয়েরই সংস্কার আনছি। আশাকরি যে- এই বিষয়গুলো একসময় হয়তো থাকবে না।”

“আমরা আস্তে আস্তে খুব পরিকল্পনার সঙ্গে সমাধানের জন্য এগিয়ে যাচ্ছি। সবচাইতে বড় বিষয় হচ্ছে- এ সমস্যা সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। স্থায়ী সমাধান হচ্ছে আসল সমাধান”, বলেন তিনি।

অধ্যাপক মো. আখতারুজ্জামান আরও বলেন, “বেশ কিছু হল সম্প্রসারণ, নতুন হল নির্মাণ, এসব সমাধান হচ্ছে স্থায়ী। আর অন্যগুলো হচ্ছে- কিছু ব্যবস্থাপনার মধ্যে। এই ব্যবস্থাপনার মধ্যেও আমরা কিছু পরিবর্তন আনছি। আর দীর্ঘমেয়াদি-স্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যে প্রজেক্ট তৈরি করে ফেলেছি, আমাদের বেশ কিছু অগ্রগতিও আছে।”

উল্লেখ্য, আবাসন সংকট নিরসনে ঢাবি কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী গণরুমের শিক্ষার্থীদের নিয়ে আজ সকালে উপাচার্যের বাসভবনে উঠতে যান ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।

তবে উপাচার্যের বাসভবনের গেটের সামনে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের বাধায় পড়েন। এ ঘটনার পর সৈকতসহ অন্যান্য শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবনের গেটের সামনে অবস্থান নিতে দেখা গেছে।

আরও পড়ুন:

ঢাবিতে আবাসন সংকট: উপাচার্যের বাসায় উঠতে গেলেন শিক্ষার্থীরা

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago