প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

২৯ অক্টোবর ২০১৯, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কথা বলছেন শেখ হাসিনা। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আজারবাইজানের রাজধানী বাকুতে সদ্য সমাপ্ত ১৮তম জোট নিরপেক্ষ সম্মেলন (ন্যাম) নিয়ে আজ (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল চারটায় শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে তিনি তার বাকু সফর বিস্তারিত তুলে ধরছেন।

গত ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেওয়ার পর ২৭ অক্টোবর দেশে ফেরেন শেখ হাসিনা।

সম্মেলনে শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহসহ ন্যামের সদস্য রাষ্ট্রের বিভিন্ন নেতা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

The Daily Star  | English

Blast heard in north Tehran, main road partially closed: AFP

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

21h ago