সাকিব ভুল করেছে এবং বুঝতে পেরেছে, বিসিবি তার সাথে আছে: প্রধানমন্ত্রী
“ভুল সে করেছে এটা ঠিক এবং সে তা বুঝতে পেরেছে। তারপরও বিসিবি বলেছে, তার (সাকিবের) পাশে তারা থাকবে”- দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ (২৯ অক্টোবর) বিকাল চারটায় শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, “বিসিবি সব সময় সাকিবের সাথে আছে এবং তাকে সব রকমের সহায়তা দিবে। ক্রিকেট প্লেয়ারের সঙ্গে জুয়াড়িরা যখন যোগাযোগ করে… ওর যেটা উচিত ছিলো, যখনই ওর সঙ্গে যোগাযোগ করেছে ও এটাকে বিশেষ গুরুত্ব দেয়নি। সে কথাটা আইসিসিকে জানায়নি।”
আজারবাইজানের রাজধানী বাকুতে সদ্য সমাপ্ত ১৮তম জোট নিরপেক্ষ সম্মেলন (ন্যাম) নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, “আসল নিয়মটা হচ্ছে সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিলো। সে একটা ভুল করেছে। সেই ক্ষেত্রে আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আমাদের তো খুব বেশি করণীয় থাকে না। তবুও বলবো যে, যেহেতু সে আমাদের দেশেরই ছেলে, সারাবিশ্বে প্লেয়ার হিসেবে তার একটা অবস্থান আছে। ভুল সে করেছে এটা ঠিক এবং সে তা বুঝতে পেরেছে। তারপরও বিসিবি বলেছে তার (সাকিবের) পাশে তারা থাকবে। খুব বেশি যে কিছু করার আছে তা নয়।”
তার মতে, “আমরা যেভাবে আমাদের খেলোয়াড়দের সমর্থন দেই, বা বিসিবি যেভাবে সমর্থন দেয় আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশই আছে এভাবে সমর্থন দেয়। তাদেরকে (খেলোয়াড়দের) আস্তে আস্তে গড়ে তোলা, আমরা (বিষয়টিকে) সেভাবেই নেই। সেভাবেই বাংলাদেশ ক্রিকেট টিম গড়ে উঠেছে এবং আন্তর্জাতিক সম্মানও লাভ করেছে। তাদের খেলার মানও বৃদ্ধি পাচ্ছে।”
Comments