টেস্টে অধিনায়ক মুমিনুল, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ

mominul and mahmudullah
ছবি: এএফপি (সম্পাদিত)

ভারতের মাটিতে আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় এই সফরে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক, আর টি-টোয়েন্টি সিরিজের জন্য দলনেতা নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভারত সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে পূর্বে ঘোষিত টি-টোয়েন্টি দলে নতুন করে যুক্ত করা হয়েছে তিনজনকে।

১৫ সদস্যের আগের টি-টোয়েন্টি দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন ওপেনার তামিম ইকবাল আর নিষিদ্ধ হওয়ায় বাদ পড়েছেন সাকিব। তাদের পরিবর্তে পেসার আবু হায়দার রনি, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস ও পেসার আল-আমিন হোসেন।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে দুদলের টি-টোয়েন্টি সিরিজ। ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ রাজকোটে। ১০ নভেম্বরের শেষ টি-টোয়েন্টির ভেন্যু নাগপুর। সবগুলো ম্যাচই হবে রাতে। এরপর ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ নভেম্বর। দিন-রাতের এই ম্যাচটি দিয়ে প্রথমবারের মতো গোলাপি বলে খেলার অভিজ্ঞতা নেবে বাংলাদেশ ও ভারত।

টি-টোয়েন্টি দল:

লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আরাফাত সানি, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

টেস্ট দল:

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago