শাহজালালে ৩ কোটি টাকার সোনা উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঢাকার প্রিভেন্টিভ টিম আজ (৩০ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই সোনা উদ্ধার করে।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন।
নজরদারী ও তল্লাশির একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল ৮টা ৪০ মিনিটে মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০২২ ২২সি সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি সোনার বার পাওয়া যায়। সেগুলোর মোট ওজন পাঁচ কেজি ৮০০ গ্রাম।
আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Comments