একমাত্র ভালো ফলাফলই আমাদের ‘পথে’ আনতে পারে: মুশফিক

দেশের ক্রিকেটে হঠাৎ দুর্যোগের ঘনঘটা। জুয়াড়ির অনৈতিক প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ সেরা তারকা সাকিব আল হাসান। তার আগে দাবিদাওয়া নিয়ে ধর্মঘটের কারণেও এলোমেলো ছিল ক্রিকেটাঙ্গন। এত সব কিছুর ঝাপটায় আড়ালে পড়ে গিয়েছিল মাঠের ক্রিকেট। ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে দলের অন্যতম ভরসা মুশফিকুর রহিম জানালেন, এই সংকট থেকে বেরুনোর একমাত্র উপায় এখন ভালো খেলা।
ছবি: ফিরোজ আহমেদ

দেশের ক্রিকেটে হঠাৎ দুর্যোগের ঘনঘটা। জুয়াড়ির অনৈতিক প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ সেরা তারকা সাকিব আল হাসান। তার আগে দাবিদাওয়া নিয়ে ধর্মঘটের কারণেও এলোমেলো ছিল ক্রিকেটাঙ্গন। এত সব কিছুর ঝাপটায় আড়ালে পড়ে গিয়েছিল মাঠের ক্রিকেট। ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে দলের অন্যতম ভরসা মুশফিকুর রহিম জানালেন, এই সংকট থেকে বেরুনোর একমাত্র উপায় এখন ভালো খেলা।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩টায় দিল্লিগামী বিমানে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ওদের ঘরে খেলতে যাওয়ার আগে বিশাল ঝড়ে বিপর্যস্ত বাংলাদেশ।

এই সংকটকালে যে কজন জোগাতে পারেন দলের ভরসা, মুশফিক তার মধ্যে অন্যতম। দেশ ছাড়ার আগে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানালেন ভালো করার দৃঢ় প্রত্যয়, এই অবস্থাতে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক হয়তো কম কিন্তু মুশফিকের ভাবনাটা ভিন্ন, ‘ক্রিকেট খেলায় কেউ গ্যারান্টি দিতে পারবে না (কী হবে)। একমাত্র ভালো ফলাফলই আমাদের ভালো পথে নিয়ে আসতে পারে। এই ফোকাসটা সবার ভেতরে আছে। চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা তৈরি।’

একই ফ্লাইটে ভারত যাওয়ার কথা ছিল সাকিবেরও। কিন্তু নিষিদ্ধ হওয়ায় তিনি এখন সব কিছু থেকে অনেক দূরে। শেষ মুহূর্তে সাকিবকে না পাওয়া বিশাল ধাক্কা। তবে মুশফিক মনকে বোঝাচ্ছেন অন্যভাবে, ‘সাকিবের বিকল্প কেউ হতে পারে না। সাকিবকে অবশ্যই মিস করব। কারণ আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়। তাকে ছাড়া খেলাটা আসলে অনেক কঠিন। তার জায়গায় যারা আসছে, তাদের জন্য ভালো সুযোগ। হয়তোবা সাকিব যদি ইনজুরিতে পড়ত…যে কারোরই ইনজুরি হতে পারে, এক বছর বাইরে থাকতে পারে, আমরা ওভাবেই ধরে নিচ্ছি।’

স্কিল, ফিটনেস আর ক্রিকেটীয় পরিকল্পনার বাইরেও এখন বাংলাদেশের বেশি দরকার দৃঢ় মনোবল। মুশফিকের আকুতি সেই মনোবল ফিরে পাওয়ার দিকে, ‘এক নম্বর দলের (ভারতের বিপক্ষে) সঙ্গে খেলবেন, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। আর চ্যালেঞ্জ যখন থাকবে, তখনই ভালো করার প্রেরণা আরও বেশি থাকবে। সবার কাছে দোয়া চাচ্ছি। শুধু আমার জন্য না, সাকিবের জন্যও দোয়া চাচ্ছি। ও যেন আবার মানসিকভাবে শক্ত হয়ে ফিরে আসে। সবাই যেন তার পাশে থাকে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

16m ago