ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানে হোয়াইটওয়াশড মেয়েরা
পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকরা ছোট লক্ষ্য ছুঁড়ে দিলেও ব্যাটিং ব্যর্থতায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছে মেয়েরা।
বুধবার (৩০ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ রানে হেরেছে সফরকারীরা। পাকিস্তান নারী ক্রিকেট দলের ৭ উইকেটে ১১৭ রানের জবাবে ৮ উইকেটে ৮৯ রান তুলতে পারে বাংলাদেশ।
একই ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে ও দ্বিতীয় ম্যাচে ১৫ রানে হেরেছিল সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। ফলে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ রানের মধ্য ২ উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে জাভেরিয়া খান ও উমাইমা সোহেল ৬৭ রানের জুটি গড়েন। ২৯ বলে ৩১ রান করে উমাইমা রানআউট হয়ে ফিরলে প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ।
জাহানারা আলম ও রুমানা আহমেদের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে ইনিংসের শেষদিকে রান বাড়াতে পারেনি পাকিস্তান। জাভেরিয়া দলের পক্ষে ৪৮ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন। জাহানারা ১২ রানে ৩টি ও রুমানা ১৯ রানে ২ উইকেট পান।
বোলারদের নৈপুণ্যে সহজ লক্ষ্য পেলেও শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের খাতায় ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। দলীয় ১২ রানের মাথায় আরও এক উইকেট হারায় তারা।
পঞ্চম উইকেটে ৫৩ রান যোগ গড়ে প্রতিরোধ গড়েন নিগার সুলতানা ও ফারজানা হক। তবে দুই বলের ব্যবধানে তারা আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। বাকি ব্যাটসম্যানরা কেবল হারের ব্যবধানই কমান।
নিগার ধীরগতিতে খেলে ৪৪ বলে করেন ৩০ রান। ফারজানার ব্যাট থেকে আসে ২৬ বলে ২৭ রান। পাকিস্তানের আনাম আমিন ও সাবা নাজির ২টি করে উইকেট দখল করেন।
Comments