চট্টগ্রাম আবাহনীকেই ফেভারিট মানছেন টেরেঙ্গানু কোচ
শক্তি সামর্থ্যের কথা চিন্তা করলে নিঃসন্দেহে এগিয়ে মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি। কিন্তু মাঠের পারফরম্যান্স যে দুর্দান্ত চট্টগ্রাম আবাহনীর। তার উপর নিজেদের মাটিতে খেলা। দর্শক-সমর্থক সব তাদেরই পক্ষে। বিশ্রামও মিলেছে প্রতিপক্ষের চেয়ে একদিন বেশি। সবমিলিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে তাই স্বাগতিকদেরই ফেভারিট মানছেন টেরেঙ্গানু কোচ নাফুসি বিন মোহাম্মদ জাইন।
শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আবাহনীকে ফেভারিট মানলেও জয়ের প্রত্যয় ঝরে জাইনের কণ্ঠে, 'ফাইনালে ওঠায় আমি দল ও খেলোয়াড়দের নিয়ে খুশি। স্বাগতিকদের বিপক্ষে খেলা সহজ হবে না, কিন্তু ভালো একটা পারফরম্যান্স আশা করছি। চট্টগ্রাম ফেভারিট। কেননা, তারা নিজেদের মাঠে খেলবে, সেমি-ফাইনালের পর আমাদের চেয়ে একদিন বেশি বিশ্রাম পেয়েছে, ভালো প্রস্তুতি নিয়েছে। তবে আমি শিরোপা জিততে আশাবাদী।'
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোপা লড়াইয়ে মাঠে নামবে টেরেঙ্গানু ও আবাহনী। জয়ের ক্ষমতা রয়েছে দুই দলেরই। তবে নিজেরা উপভোগ করে চাপমুক্ত হয়ে খেলবেন বলেই জানান টেরেঙ্গানু কোচ, 'দুটি দলই ফাইনালে ওঠার যোগ্য। এই টুর্নামেন্টে আমরা তুলনামূলকভাবে আরও ভালো ফুটবল খেলেছি। ম্যাচ বাই ম্যাচ আমাদের উন্নতি হয়েছে। আশা করি, আগের মতো এ ম্যাচেও আমরা উন্নতির ধারায় থাকতে পারব। ফাইনাল চাপের ম্যাচ। কিন্তু ছেলেদের বলব-ম্যাচটা উপভোগ করো।'
মালয়েশিয়ান লিগে গত মৌসুমে পঞ্চম স্থানে ছিল টেরেঙ্গানু। অন্যদিকে বাংলাদেশ লিগে আট নম্বরে ছিলে বন্দরনগরীর দলটি। লিগের তুলনা করলেও এগিয়ে মালয়েশিয়ান দলটিই। তবে দেশি-বিদেশি মিলিয়ে চট্টগ্রাম আবাহনী এবার বেশ শক্তিশালী দলই গড়েছে। টেরেঙ্গানু কোচও বলছেন এমনটাই, 'তাদের দলে মানসম্পন্ন দেশি খেলোয়াড় আছে। আক্রমণভাগে আছে ভালো খেলোয়াড় এবং শক্তিশালী স্ট্রাইকার। মাঝমাঠ নিয়ন্ত্রণ করার মতো বিদেশি মিডফিল্ডার আছে। এটা আমাদের জন্য সহজ ম্যাচ নয়।'
আসরে এখন পর্যন্ত অপরাজিত দল টেরেঙ্গানু। অন্যদিকে গ্রুপ পর্বে হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম আবাহনী। যদিও সে ম্যাচে রিজার্ভ বেঞ্চ যাচাই করে দেখেছেন কোচ মারুফুল হক। তাই ফাইনালের লড়াইটা সমানে সমান হবে বলেই প্রত্যাশা সবার।
Comments