লেগানেসকে উড়িয়ে দিল রিয়াল

real madrid
ছবি: এএফপি

স্প্যানিশ লা লিগার আগের ম্যাচে মায়োর্কার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠে বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার তলানির দল লেগানেসকে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

বুধবার রাতে দাপুটে ফুটবল খেলে লেগানেসের জালে গোল উৎসব করেছে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তারা জিতেছে ৫-০ ব্যবধানে। লস ব্লাঙ্কোসদের হয়ে গোল করেন রদ্রিগো, টনি ক্রুস, সার্জিও রামোস, করিম বেনজেমা ও লুকা জোভিচ।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে আট মিনিটের মধ্যে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। সপ্তম মিনিটে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো লক্ষ্যভেদ করার পরের মিনিটে জালের ঠিকানা খুঁজে পান জার্মান মিডফিল্ডার ক্রুস।

২৪তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার রামোস পেনাল্টি থেকে গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে নিয়ে নেয় রিয়াল। বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড লেগানেসের ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় স্পট-কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

রামোসের নেওয়া দুর্বল প্রথম কিকটি ফিরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক সোরিয়ানো। কিন্তু শট নেওয়ার আগেই লাইন (গোলরক্ষকের দাঁড়ানোর জায়গা) থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। তাতে দ্বিতীয়বার শট নেওয়ার সুযোগ পেয়ে গোল করেন রামোস।

৬৯তম মিনিটে ফরাসি স্ট্রাইকার বেনজেমা ম্যাচের স্কোরলাইন ৪-০ করেন। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচকে ডি-বক্সে ফাউল করা হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার পর সফল স্পট-কিকে গোলদাতাদের তালিকায় নাম লেখান তিনি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোল করেন চলতি মৌসুমের শুরুতে দলে যোগ দেওয়া সার্বিয়ার ফরোয়ার্ড জোভিচ। তাতে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। ১০ ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও ১ হারে তাদের পয়েন্ট ২১। শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার অর্জন সমান ম্যাচে ২২ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গ্রানাদা।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago