ধানমন্ডিতে বিমানের বেদখল ২০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বেদখল হওয়া জমি উদ্ধার করা হয়েছে। ধানমন্ডির সাতমসজিদ রোডের পাশে ১৩ কাঠার বেশি এই জমির মূল্য প্রায় ২০০ কোটি টাকা।

বাংলাদেশ বিমানের ম্যাজিস্ট্রেট মো. জিয়া উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আজ বৃহস্পতিবার এই জমি উদ্ধার করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

জানা যায় ১৯৮৭ সালের ১২ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ধানমন্ডির সাতমসজিদ রোডে নবসৃষ্ট ৬, ৮ ও ১০ প্লটের এ জমি বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য ৯৯ বছরের লিজ প্রদান করে। পরবর্তীতে লিজ দলিল সম্পাদন হলেও বিভিন্ন সময় ভূমিদস্যুরা জায়গাটি দখল করে রাখে। বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের নজরে আসলে তিনি জায়গাটি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। সকল দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া শেষে আজ অভিযান পরিচালনা করা হলো।

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

28m ago