ইডেন টেস্টে থাকতে পারেন টেন্ডুলকারও

sachin tendulkar
ছবি: এএফপি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন, থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট আয়োজনের শেষ নেই। তবে এ দুই রাজনৈতিক ব্যক্তি ছাড়াও আরও অনেক তারকাকেই দেখা যেতে পারে এ টেস্টে। এর মধ্যে ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারসহ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ও টেনিস তারকা সানিয়া মির্জাও থাকতে পারেন। এমন সংবাদই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।

শুধু তাই নয় প্রথম দিনের খেলার শেষে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করার ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এরমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে। আমন্ত্রণ জানানো হচ্ছে শ্রেয়া ঘোষালকেও। আগেই জানানো হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টে মুখোমুখি হওয়া দলের অনেকেই থাকছেন এ টেস্টে। সবমিলিয়ে বেশ জমকালো আয়োজন করার চেষ্টাই করছে সিএবি।

ইডেন টেস্টের নানা আয়োজন নিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিসিআইয়ের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি বলেছেন, 'ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দুই দলের সদস্যেরা অনেকেই থাকছেন। চেষ্টা করছি শচিনকে হাজির করানোর। এ ছাড়াও অলিম্পিক পদক জয়ী এম সি মেরি কম, পি ভি সিন্ধুকেও সংবর্ধিত করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরে আমন্ত্রণ জানানো হয়েছে। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ও মাননীয় রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।'

টেস্টের প্রথম দিন এইচআইভি ও ক্যান্সারে আক্রান্ত শিশুদের নিয়ে একটি চ্যারিটি ম্যাচও আয়োজন করার পরিকল্পনা রয়েছে সিএবির। এছাড়া আরও চমক থাকতে পারে বলে জানিয়েছেন বিসিসিআই চেয়ারম্যান, 'আমরা দারুণ একটি আয়োজন করতে যাচ্ছি। কাজ চলছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন আর কি কি থাকছে। কি ঘটবে তার পুরো চিত্র তুলে ধরতে পারব।'

ভারতের দেওয়া দিবা-রাত্রির টেস্টের প্রস্তাব খেলবে গত মঙ্গলবার আনুষ্ঠানিক জানায় বিসিবি। যদিও এর আগে কখনোই গোলাপি বলে খেলেনি বাংলাদেশ। খেলেনি ভারতও। তারপরও একটি ভালো টেস্ট ম্যাচের প্রত্যাশা করছেন সবাই। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ঐতিহাসিক এ টেস্ট ম্যাচ।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

1h ago