কাউন্সিলর মঞ্জু ১০ দিনের রিমান্ডে

manju.jpg
১ নভেম্বর ২০১৯, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আজ (১ নভেম্বর) ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশীদ তাকে আদালতে হাজির করে প্রতি মামলায় সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন।

একইসঙ্গে মঞ্জুর গাড়িচালক সাজ্জাদকে মাদক মামলায় পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

গতকাল ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর অফিসে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। এছাড়া মঞ্জুর বাসায় অভিযান চালিয়ে তার গাড়িচালক সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে র‍্যাব।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago