ভারত সফরের আগে এবাদতের ৫ উইকেট
চলমান জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো খেলতে নেমেই আগুন ঝরানো বোলিং করেছেন এবাদত হোসেন। সিলেট বিভাগের এই ডানহাতি পেসার শিকার করেছেন ৫ উইকেট। তার তোপে প্রথম ইনিংসে বরিশাল গুটিয়ে গেছে মাত্র ১৬২ রানে।
ভারত সফরের জন্য ঘোষিত বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট দলে আছেন ২৫ বছর বয়সী এবাদত। বিরাট কোহলিদের মুখোমুখি হতে যাওয়ার আগে এই পারফরম্যান্স নিঃসন্দেহে তাকে আত্মবিশ্বাস জোগাবে। গেল ফেব্রুয়ারিতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে দুটি টেস্ট খেলেছেন তিনি।
শনিবার (২ নভেম্বর) লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা বরিশালকে একদম শুরু থেকে ভুগিয়েছেন এবাদত। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের চতুর্থ ওভারেই শাহরিয়ার নাফিসকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। তিন বল পর এবাদত বোল্ড করেন প্রতিপক্ষ অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বিকে। দুই ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি।
বরিশালের ইনিংসের তৃতীয় উইকেটটিও গেছে এবাদতের ঝুলিতে। ২৫ রানে ৩ উইকেট খুইয়ে ফেলা দলটি আর ঘুরে দাঁড়াতে পারেননি। তাদের ইনিংসের শেষ দিকে আরও দুজন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এবাদত। সবমিলিয়ে ১৬ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৩৬ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন এবাদত। তার ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্য ৫১ রানে ৬ উইকেট নেওয়া।
Comments