শাহরুখের আয়োজনে শাকিব খান

আবুধাবিতে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট লীগ। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিব খান। তৃতীয়বারের মতো আয়োজনের শুরুটা বেশ জমকালো হবে বলেই ধারণা করা হচ্ছে।
এ আয়োজনে পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম, বলিউড নোরা ফাতেহিদের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন শাকিব খান।
বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে এ আয়োজনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন শাকিব খান।
শাকিব খান বলেন, “রেড চিলিজের কয়েকজন কর্মকর্তা গত সপ্তাহে বাংলাদেশে এসে বৈঠক করে গেছেন। তাদের কথা দিয়েছি অনুষ্ঠানটিতে অংশ নেবো।”
বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও পারফর্ম করবেন তিনি। আগামী ১২ নভেম্বর আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিব। সেখানে ১৪ নভেম্বর পারফর্ম করবেন তিনি।
Comments