বাংলাদেশ সব সময় আমাদের চাপে ফেলে: রোহিত
নিষিদ্ধ হওয়ার কারণে সাকিব আল হাসান নেই। পারিবারিক কারণে নেই তামিম ইকবাল। বাংলাদেশ ভারতে খেলতে এসেছে বিপর্যস্ত চেহারায়, নাজুক ভাব নিয়ে। ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য ভারতের সঙ্গে এই বাংলাদেশ সমান তালে লড়বে এমন বাজি ধরার লোকের খুব অভাব। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা বলছেন ভিন্ন কথা। তার চোখে বাংলাদেশ এখন একেবারেই আলাদা।
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে। নেতৃত্বের ভার পড়েছে রোহিতের ঘাড়ে। রবিবার (৩ নভেম্বর) দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে দলবল নিয়ে চাঙ্গা হয়েই অনুশীলন করেছেন তিনি। প্রতিপক্ষ বাংলাদেশ শক্তি-সামর্থ্যে পিছিয়ে, প্রতিপক্ষ আছে নানান সমস্যায় জর্জরিত।
এমন প্রতিপক্ষের বিপক্ষে কাজটা কি রোহিতদের জন্য বেশ সহজ? মাঠের লড়াইয়ের আগের দিনে প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে বিস্ফোরক ব্যাটসম্যান চেহারায় শান্ত ভাব এনে জবাব দিলেন, ‘বাংলাদেশ ভীষণ ভালো দল। অনেক বছর থেকে দেখছি তারা ভালো খেলছে। কেবল দেশে না, দেশের বাইরেও। বিশেষ করে আমাদের সঙ্গে (ভালো খেলে)। সব সময় আমাদের চাপে ফেলে। তাদের অন্যভাবে (হালকা) দেখার সুযোগই নেই।’
সাকিব-তামিমকে ছাড়াই অবশ্য বাংলাদেশের ভারতকে ভীষণ চাপে ফেলে দেওয়ার ঘটনা রোহিতের ভালো জানার কথা। গত এশিয়া কাপের ফাইনালে সেরা দুই ক্রিকেটারকে ছাড়া প্রায় জিতেই যাচ্ছিল বাংলাদেশ। তার আগে নিদহাস কাপের ফাইনালে অবশ্য সাকিব ছিলেন, সেবারও জয় হাতের মুঠো থেকে বেরিয়েছে বাংলাদেশের।
পারফর্মার কে আছেন কে নেই, এসব না দেখে রোহিত মনে করছেন, দল হিসেবেই বাংলাদেশ এখন পরিণত, সেরাদের কাতারেই, ‘আমি জানি, তাদের মূল দুজন খেলোয়াড় নেই। কিন্তু তাদের এমন সব খেলোয়াড় আছে যারা আপসেট ঘটাতে পারে। আমি আপসেট বলব না, আমি বলব ‘হারাতে পারে’। এই শব্দই মাননসই। তারা খুব পরিণত ক্রিকেটার এখন।’
Comments