অন্যরকম সিনেমার গল্পে নভেম্বর
চলতি নভেম্বরে সিনেমা হলে বেশ কয়েকটি অন্যরকম গল্পের ছবি মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’, ‘ন ডরাই’ এবং ‘ইন্দুবালা’।
তবে, হারুন-উজ-জামানের পরিচালনায় ‘পদ্মার প্রেম’ শিরোনামের ছবি দিয়ে শুরু হয়েছে নভেম্বর মাস। ছবিটিতে অভিনয় করেছেন আইরিন ও সুমিত সেনগুপ্ত।
ইতি, তোমারই ঢাকা
এগারোটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নির্মিত ‘ইতি, তোমারই ঢাকা’। ছবিটি নভেম্বরের ১৫ তারিখে মুক্তি পাচ্ছে। স্বল্পদৈর্ঘ্যগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিন নূর ও তানভীর আহসান।
ছবিটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভসহ অনেকেই।
ন ডরাই
আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। তবে পরিস্থিতি বুঝে মুক্তির তারিখ পেছানো হতে পারে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন ছবির পরিচালক। ছবিটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, সুনেরাহ প্রমুখ। এটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স।
ইন্দুবালা
পরিচালক জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’ নামে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে চলতি মাসের ২৯ তারিখ। এমনটিই দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন ছবিটির পরিচালক। ছবিটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চুসহ অনেকেই।
Comments