অধ্যক্ষকে পুকুরে ফেলার ভিডিও ফুটেজে ৫ জন সনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিডিও ফুটেজ দেখে পাঁচ জনকে সনাক্ত করা হয়েছে।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদকে শনিবার দুপুরে নিজ ক্যাম্পাসে পুকুরের পানিতে নিয়ে ফেলে দেওয়া হয়।
পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও ঘটনার একদিন পরও তিনি ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। অধ্যক্ষ বলেছেন, ছাত্রলীগের অন্যায় দাবি মেনে না নেওয়ায় তাকে এভাবে লাঞ্ছিত হতে হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, সাঁতরে পুকুর থেকে উঠে প্রাণ রক্ষা করেন অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ।
এ ঘটনায় অধ্যক্ষের দায়ের করা মামলায় অন্যান্যদের মধ্যে ছাত্রলীগের সাত জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন:
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটেও ছাত্রলীগের ‘টর্চার সেল’
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দিল ছাত্রলীগ
Comments