দারুণ বোলিংয়ে ভারতকে হারাতে লক্ষ্য নাগালের মধ্যে

শুরুতে উইকেট এনে দিলেন শফিউল ইসলাম, দারুণ আঁটসাঁটও বল করে ব্যাটসম্যানদের চাপে রাখলেন আল-আমিন হোসেন। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দেখালেন মুন্সিয়ানা। আফিফ হোসেন মাঝের ওভারে এসে ঘুরিয়ে দিলেন মোড়। বিপর্যস্ত সময়েও দারুণ উজ্জীবিত দেখাল দলের শরীরী ভাষা। সম্মিলিত প্রয়াসে ভারতকে বড় রান করতে দেয়নি বাংলাদেশ।
Aminul Biplob

শুরুতে উইকেট এনে দিলেন শফিউল ইসলাম, দারুণ আঁটসাঁটও বল করে ব্যাটসম্যানদের চাপে রাখলেন আল-আমিন হোসেন। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দেখালেন মুন্সিয়ানা। আফিফ হোসেন মাঝের ওভারে এসে ঘুরিয়ে দিলেন মোড়। বিপর্যস্ত সময়েও দারুণ উজ্জীবিত দেখাল দলের শরীরী ভাষা। সম্মিলিত প্রয়াসে ভারতকে বড় রান করতে দেয়নি বাংলাদেশ।

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করে ভারতকে  ১৪৮ রানে আটকে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ভারতের মাঠে ভারতকে হারিয়ে দিতে তাই লক্ষ্যটা আছে নাগালের মধ্যেই।

দিনভর দিল্লির বায়ু দূষণ নিয়ে উদ্বেগ ছিল চরমে। সন্ধ্যা নামতেই অবশ্যই দূষণের মাত্র কমে গেল। কিছুটা ধোঁয়া, কিছুটা কুয়াশায় ভরা পরিস্থিতিতে টস জিতে আগে বল করাই সুবিধা জনক মনে করলেন মাহমুদউল্লাহ। উইকেট থেকে শুরুতে সুবিধা নেওয়ার চিন্তা থেকেই নিয়েছিলেন। তা কাজেও লেগেছে বেশ।

প্রথম ওভারেই রোহিত শর্মাকে ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিওতে কাবু করেন শফিউল ইসলাম। তিন বছর পর দলে ফেরা আল-আমিন হোসেন জায়গাই দিলেন না ব্যাটসম্যানদের। স্লোয়ার করেছেন, জায়গায় বল রেখে প্রথম দুই ওভার দিলেন মাত্র ৬ রান।

চাপে পড়া ভারত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে গড়বড় করে ফেলল। লোকেশ রাহুল থতমত খেয়ে ক্যাচ উঠালেন কাভারে। শ্রেয়াস আইয়ারও ছিলেন নড়বড়ে। দু’বার তুলেও দিয়েছিলেন। জায়গা মতো ফিল্ডার না থাকায় বেঁচে যান। তৃতীয়বার আর রক্ষা হয়নি। বিপ্লবকে উড়াতে গিয়ে লং অনে জমা পড়েন নাঈম শেখের হাতে।

শেখর ধাওয়ান টিকে ছিলেন। দ্রুত রান তুলতে না পারলেও শেষের ঝড়ের আভাস ছিল। কিন্তু ঋশভ পান্তের সঙ্গে ভুলবোঝাবুঝিতেই সেই আভাস বাংলাদেশের ক্ষতির কারণ হয়নি। পুরো ম্যাচে দারুণ লাইন-লেন্থে মেপে বল করা বাংলাদেশ প্রথম অতিরিক্ত দেয় ইনিংসের ১৫তম ওভারে।

আট বোলার ব্যবহার করে মাহমুদউল্লাহ ব্যাটসম্যানদের ব্যস্ত রেখেছেন। ৬ষ্ঠ বোলার হিসেবে বল হাতে পেয়ে আফিফ হোসেন হাঁসফাস করিয়েছেন ব্যাটসম্যানদের। নিজের বলে শিভম দুভেকে দারুণ ক্যাচে ফিরিয়েছেন।

প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬৯ থেকে ভারত শেষ ১০ ওভারে  নিয়েছে আরও ৭৯ রান। যার মধ্যে শেষ ওভার থেকেই এসেছে ১৬ রান। পুরো ইনিংসে ভারতকে ভুগিয়েছে বলের গতি বুঝতে না পারায়। হকচকিয়ে বারবার তারা কাবু হয়েছেন। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ছোট একটা ঝড় না হলে ভারত থামতে পারত আরও আগে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে  ১৪৮/৬  (রোহিত ৯, শেখর ৪১, রাহুল ১৫, আইয়ার ২২, পান্ত ২৭, দুভে ১, ক্রুনাল ১৫*, সুন্দর ১৪* ; শফিউল ২/৩০,  আল-আমিন ০/২৭, মোস্তাফিজ ০/১৫, আমিনুল ২/২২, সৌম্য ০/১৬, আফিফ ১/১১, মোসাদ্দেক ০/৮, মাহমুদউল্লাহ ০/১০)

 

Comments

The Daily Star  | English

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

18m ago