মানিকগঞ্জে গৃহবধূকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ
মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকায় এক গৃহবধূকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে ওই গৃহবধূর পরিবার। তবে এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা মামলা নিয়েছে পুলিশ।
রোববার সকাল ১০ টার দিকে গৃহবধূ বিথী আক্তারের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিথী মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের চরঘোস্তা এলাকার অটোরিকশা চালক বাবুল হোসেনের মেয়ে। বছরখানেক আগে মালঞ্চ এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে রাসেল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
বিথীর বাবা মো. বাবুল হোসেন বলেন, বিয়ের সময় ঘর সাজানোর সব জিনিসপত্র দেওয়া হয়। কিন্তু দুই মাস যেতে না যেতেই রাসেল তার মেয়েকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় বেশ কয়েকবার মারধরও করে। কয়েকদফা শালিস বৈঠকও হয়েছে। কিন্তু রাসেল মাদকাসক্ত হওয়ায় তার মেয়ের ওপর অত্যাচার, নির্যাতন অব্যাহত থাকে। শনিবার রাতেও বিথীর সঙ্গে রাসেলের ঝগড়া হয় বলে জানান তিনি।
তার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করে। মানিকগঞ্জ সদর থানায় গেলে রাসেলের মামাতো ভাই আরিফ ও শরিফ তাকে এবং তার স্ত্রীর বোনজামাইকে পুলিশের সামনে মারধর করে।
বিথীর খালা লাইলী আক্তার বলেন, তারা গরিব। তাদের পক্ষে কথা বলার কেউ নেই। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
মানিকগঞ্জ সদর থানার অফিসার–ইন-চার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, এ বিষয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উন্মোচিত হবে।
Comments