বিমানে যান্ত্রিক ত্রুটি: জাতীয় ফুটবল দল নিয়ে ঢাকায় জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মূল ম্যাচ ১৪ নভেম্বর হলেও বাড়তি প্রস্তুতি ও ওমানের কন্ডিশনে মানিয়ে নিতে দিন দশেক আগেই গতকাল ঢাকা ছেড়েছিল তারা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মাসকটের বিমানবন্দরে নামতে পারেনি জেমি ডের শিষ্যদের বহনকারী বিমানটি। প্রায় এক ঘণ্টা উড্ডয়নের পর হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরী অবতরণ করেছে।

আর এ ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা। তবে আশার কথা, দলের সবাই অক্ষত রয়েছেন। এ প্রসঙ্গে দ্য ডেইলি স্টারকে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, 'আমাদের ফ্লাইট ছিল পৌনে ১০টায় কিন্তু এটা প্রায় দুই ঘণ্টা দেরি হয়। এমনকি এটা অবতরণ করার আগে প্রায় আধা ঘণ্টা ঝুলে ছিল। এরপর ক্যাপ্টেনের কাছ থেকে ঘোষণা আসে যে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ঢাকায় ফিরে যাচ্ছি। স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা খুব ভয় পেয়ে যায়।'

গতকাল রোববার রাতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-০০২১) এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেখান থেকে পরে ফুটবলারদের উত্তরার প্লাটিনাম হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় ভিন্ন আরেকটি ফ্লাইটে জাতীয় দলের ফুটবলারদের ওমানে যাওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচটি আগামী ১৪ নভেম্বর ওমানের আল সিব স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগের দিনই দেশ ছাড়তে চেয়েছিল তারা। মূল ম্যাচের আগে সেখানে ২টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জামাল ভুঁইয়ার দলের। ৯ নভেম্বর ওমানের ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচে মাঠ নামবে তারা।

১ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ 'ই'র তলানিতে অবস্থান করছে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে তারা। তবে ঘরের মাঠে কাতারের কাছে ০-২ গোলে হারলেও দারুণ লড়াই করে। এরপর কোলকাতায় ভারতের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ড্র নিয়ে ফিরে আসে তারা। এরপর দেশের ফুটবলে নতুন জোয়ার বইতে শুরু করেছে।

বর্তমানে দলের জেমি ডি সহ দলের অন্যান্য বিদেশী স্টাফরা মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটিতে রয়েছেন। আজই হয়তো তারা মাসকটে দলের সঙ্গে যোগ দিতে পারেন।

আর অধিনায়ক জামাল ভূঁইয়া আছেন স্পেনে। স্প্যানিশ লা লিগার ধারাভাষ্য দিতে সেখানে গিয়েছেন তিনি। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

1h ago