বাংলাদেশে আসছে জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’
বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবিটি আগামী শুক্রবার (০৮ নভেম্বর) দেশের ১২টি সিনেমাহলে মুক্তি পাচ্ছে।
‘কণ্ঠ’ ছবিটি চলতি বছরের ১০ মে কলকাতায় মুক্তি পেয়ে দর্শকমহলে প্রশংসিত ও ব্যবসাসফল হয়েছে। বাংলাদেশে মুক্তি উপলক্ষে ছবির প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন জয়া আহসান।
তিনি বলেন, “সব ধরনের নিয়ম মেনেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘কণ্ঠ’। আমার অভিনীত কলকাতার সিনেমা নিজ দেশে মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের। সিনেমাটির জন্য শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় বাংলাদেশে আসছেন। ছবিটা নিয়ে কথা বলবেন তারা।”
বাগযন্ত্রের ক্যানসারে আক্রান্ত একজন মানুষের গল্পে নির্মিত হয়েছে ‘কণ্ঠ’। অর্জুন চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ নিজেই। তার স্ত্রী চরিত্রে রয়েছেন কলকাতার পাওলি দাম। স্পিচ থেরাপিস্টের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।
ছবিটি প্রযোজনা করেছে ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ। বাংলাদেশে পরিবেশনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম।
Comments