জীবন মূল্যহীন, চালক নিয়ন্ত্রণহীন
সড়কে যাত্রীর জীবন মূল্যহীন, চালক নিয়ন্ত্রণহীন। চালকের বাহাদুরি প্রদর্শনের জন্যে সড়ক শতভাগ নিরাপদ!
ছবিটিতে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যেনো একটি বাস আরেকটি বাসকে পেছনে ফেলার বাহাদুরির প্র্যাকটিস করছে। দুর্ঘটনা, প্রাণহানি এসব বাহাদুরি প্রদর্শনের পরিণতি। এসব যাদের দেখার কথা, তারা দেখেন না। প্রত্যাশা ও প্রচারণা চলছে, নতুন আইনের প্রয়োগে না কী এসব দেখা হবে। দেখা যাক। যাত্রী বা জনমানুষের তো দেখা ছাড়া আর কিছু করার নেই।
মাত্র দুদিন আগেই এই ফ্লাইওভারে এরকম বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এক কলেজ ছাত্র নিহত হন।
ছবিটি গতকাল তুলেছেন প্রবীর দাশ।
Comments