হল না ছাড়লে ব্যবস্থা: জাবি হল প্রভোস্ট কমিটির সভাপতি

আজ (৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার মধ্যে আবাসিক হল না ছাড়লে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হল প্রভোস্ট কমিটির সভাপতি।
৬ নভেম্বর ২০১৯, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ও আবাসিক হল ছাড়ার নির্দেশের বিরোধিতা করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: স্টার

আজ (৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার মধ্যে আবাসিক হল না ছাড়লে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হল প্রভোস্ট কমিটির সভাপতি।

হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সব শিক্ষার্থীদের বেলা সাড়ে ৩টার মধ্যে অবশ্যই হল ছাড়তে হবে।”

শিক্ষার্থীরা যদি ঘোষিত সময়ের মধ্যে হল না ছাড়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল দুপুরে দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থানকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।

উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:

জাবিতে সংহতি সমাবেশ

জাবি বন্ধ ঘোষণা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আমার জন্যে এটা অত্যন্ত আনন্দের একটি দিন: জাবি উপাচার্য

জাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ২০

জাবি উপাচার্য এখনও অবরুদ্ধ

জাবি উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের অবরোধ

অডিও ফাঁস: উপাচার্য নিজেই টাকা ভাগ করে দিয়েছেন

জাবি উপাচার্যের অপসারণ দাবি ফখরুলের

ঢাবি সিনেট থেকে অব্যাহতি চেয়ে শোভনের চিঠি

উপাচার্য-ছাত্রলীগ পাল্টাপাল্টি অভিযোগ ও পক্ষ-বিপক্ষের শিক্ষক ভাবনা

আমরা ‘ন্যায্য পাওনা’ দাবি করেছিলাম: রাব্বানী

মিথ্যা বলেছে ছাত্রলীগ, ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন জাবি উপাচার্য

আন্দোলনকারীদের ২ শর্ত মেনে নিলো জাবি প্রশাসন

শিক্ষা নয়, জাবির আলোচনার বিষয় ‘২ কোটি টাকা’র ভাগ-বাটোয়ারা

‘২ কোটি টাকা ভাগের সংবাদে শিক্ষক হিসেবে খুব বিব্রত বোধ করি’

জাবি উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের ‘প্রশ্নবিদ্ধ বৈঠক’, টিআইবির উদ্বেগ

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর

জাবি ছাত্রলীগের দলীয় কোন্দল ও সংঘর্ষের নেপথ্যে ৪৫০ কোটি টাকার নির্মাণ কাজ

জাবিতে চলমান উন্নয়ন পরিকল্পনার ‘মাস্টারপ্ল্যানে’ গোড়ায় গলদ!

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

11h ago