গালাতাসারাইয়ের জালে রিয়ালের গোল উৎসব
প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে বড় হার দিয়ে শুরু। পরে ঘরের মাঠে দুর্বল ক্লাব ব্রুসের বিপক্ষে হারতে হারতে ড্র। এরপর গালাতাসারাইয়ের বিপক্ষে তাদের মাঠে গিয়ে ন্যুনতম ব্যবধানে জয়ের মুখ দেখে দলটি। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তবে এবার এবার ঘরের মাঠে সেই গালাতাসারাইয়ের বিপক্ষে গোল উৎসব করে স্বরূপে ফিরে এলো লস ব্লাঙ্কোসরা।
বার্নাব্যুতে এদিন গালাতাসারাইকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত খেলেছেন দলের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো অ্যান্তিনিও রদ্রিগেজ। করেছেন হ্যাটট্রিক। শুধু তাই নয় সতীর্থকে দিয়ে করিয়েছেনও একটি গোল। দারুণ খেলেছেন করিম বেনজেমাও। দুটি গোল দেওয়ার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন এ ফরাসী। অপর গোলটি করেন অধিনায়ক সের্জিও রামোস।
এ জয়ের দ্বিতীয় রাউন্ডের পথে অনেক এগিয়ে গেল রিয়াল। গ্রুপ এ'তে চার ম্যাচে ২টি জয় ও ১টি ড্রয়ে ৭ পয়েন্ট তাদের। চার ম্যাচের চারটিতেই জিতে এরমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পিএসজি। এদিন তারা ক্লাব ব্রুসকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।
এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ব্যবধান দ্বিগুণ করতে মাত্র তিন মিনিট সময় নেয় স্প্যানিশ জায়ান্টরা। হ্যাজার্ডের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে আড়াআড়ি ক্রস করেন মার্সেলো। দারুণ হেডে নিজের দ্বিতীয় গোল আদায় করেন নেন রদ্রিগো।
১৪তম মিনিটে রামোসের সফল স্পটকিকে ব্যবধান আরও বাড়ায় রিয়াল। একেবারে ডি-বক্সে ঢোকার লাইনে টনি ক্রুসকে ফাউল করেন স্টিভেন এনজঞ্জি। পরে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান আরও বাড়ায় রিয়াল। ডিফেন্ডারের ভুলে ডান প্রান্ত থেকে রদ্রিগোর ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান করিম বেনজেমা।
৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। বদলী খেলোয়াড় লুকা মদ্রিচের বাড়ানো বল ধরে গোলমুখে আড়াআড়ি ক্রস দেন দানি কারবাহাল। তাতে প্রয়োজন ছিল একটি টোকার। ফাঁকায় তা করতে কোন ভুল করেননি এ ফরাসী। ম্যাচের শেষ মুহূর্তে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রদ্রিগো। বেনজেমার সঙ্গে দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে আলতো টোকায় দিক পাল্টে বল জালে জড়ান এ তরুণ। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
Comments