বুলবুলের তাণ্ডবে ভারতে নিহত ২
শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার পর দুই জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান,শনিবার রাত ৯টায় (বাংলাদেশ স্থানীয় সময়) পশ্চিমবঙ্গ উপকূলে বুলবুলের তাণ্ডব শুরু হওয়ার পর পরই কলকাতার ওপর দিয়েও ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে। উপড়ে পড়া গাছের নীচে চাপা পড়ে সেখানে একজন নিহত হয়েছেন। আর উড়িষ্যায় দেয়ালের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন আরও একজন।
আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বলা হয়, রাত ৯টায় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করা শুরু করে বুলবুল। উপকূলে প্রথম আঘাতের সময় ঘূর্ণিঝড়ে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। এর পরই এটি সুন্দরবন দিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়।
ঘূর্ণিঝড়টি রোববার সকালে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে খুলনা-বাগেরহাট অঞ্চলের ওপর অবস্থান করছিল।
Comments