আগের চেয়েও বেশি নিখুঁত মেসি

ছবি: এএফপি

ব্যাপারটি যদি হয় পরিসংখ্যানের তাহলে অন্য কারো সঙ্গে তুলনা না করে লিওনেল মেসির সঙ্গে তার নিজের তুলনা দেওয়াই শ্রেয়। কারণ প্রতি নিয়ত নিজেকে ছাড়িয়ে আরও উচ্চতায় উঠছেন। চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় আগের চেয়ে অনেক বেশি নিখুঁত এ আর্জেন্টাইন তারকা। আগের চেয়ে অনেক সহজেই লক্ষ্যভেদ করতে পারেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এ খেলোয়াড়।

বর্তমানে মেসির বয়স ৩২। কিন্তু এ বয়সে ছন্দের ঘাটতি তো দূরের কথা উল্টো আরও ধারালো হয়েছেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত গড়ে প্রতি ৩.৫টি শটে একটি গোল পেয়েছেন এ আর্জেন্টাইন। দুদিন আগের সেল্টা ভিগোর বিপক্ষে মাত্র ৫টি শট নিয়েই হ্যাটট্রিক পেয়েছেন তিনি। এর মধ্যে একটি স্পট কিক ও বাকী দুইটি এসেছে ফ্রি কিক থেকে।

আর ফ্রি কিকেও দিনে দিনে অনন্য হয়ে উঠছেন মেসি। লালিগায় প্রতি ১০টি শটে ৪টি করে গোল পেয়েছেন বার্সা অধিনায়ক। সাফল্যের হার ৪০ শতাংশ। সবমিলিয়ে শেষ আট মৌসুমে মেসি ফ্রিকিক থেকে গোল দিয়েছেন ২৯টি। এ সময়ে কোন খেলোয়াড় তো দূরের কথা কোন ক্লাবই তার চেয়ে বেশি ফ্রিকিক থেকে গোল পায়নি।

মেসির শেষ ১০ মৌসুমের পরিসংখ্যান

মৌসুম

মোট শট

গড় শট

মোট গোল

২০১৮/২০১৯

১৭১

৪.৭৫

৩৬

২০১৭/২০১৮

১৯৭

৫.৭৯

৩৪

২০১৬/২০১৭

১৭৯

৪.৮৪

৩৭

২০১৫/২০১৬

১৫৮

৬.০৮

২৬

২০১৪/২০১৫

১৮৭

৪.৩৫

৪৩

২০১৩/২০১৪

১৬০

৫.৭১

২৮

২০১২/২০১৩

১৬৩

৩.৫৪

৪৬

২০১১/২০১২

২০২

৪.০৪

৫০

২০১০/২০১১

১৫০

৪.৮৪

৩১

২০০৯/২০১০

১৬৩

৪.৭৯

৩৪

 

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

5h ago